Mamata Banarjee
বাংলায় রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে! বাংলায় অনুপ্রবেশ বন্ধে এনআরসি বাস্তবায়নের জন্য একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলাটি কে দায়ের করেছে? আরও তথ্যের জন্য সম্পূর্ণ ছবির সংগ্রহটি দেখুন।
আসন্ন ভোটের মুখে রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে যেভাবে রোহিঙ্গা প্রবেশকারীর সংখ্যা বেড়ে চলেছে তাতে আদালত উদ্বিগ্ন। এই বিষয়ের উপর কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে।পশ্চিমবাংলায় রোহিঙ্গা অনুপ্রবেশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পাল এবং স্মিতা দাসের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করা হয়েছে, এবং দুই বিচারপতি এই মামলা গ্রহণ করেছেন। সংবাদ মাধ্যমে জানা গিয়েছে এক সপ্তাহের মধ্যেই এই মামলার শুনানি হতে পারে।
জানা গিয়েছে, পশ্চিমবঙ্গে NRC চালুর দাবিতেই হাইকোর্টে জনস্বার্থ মামলাটি দায়ের করা হয়েছে। বাংলায় রোহিঙ্গা অনুপ্রবেশ রুখতে এই আইন দ্রুত কার্যকর করার দাবি জানানো হয়েছে।মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এই মামলাটি দায়ের করা হয়, এবং দায়ের হতেই পশ্চিমবঙ্গ সরকার আদালতের কাছে জানতে চেয়েছে যে এই এনআরসি সংক্রান্ত আর অন্য কোন মামলা আগেও দায়ের করা হয়েছে কি না।
আইনজীবী প্রদীপ মজুমদার এবং ব্রতীন কুমার এর মতে প্রতিবেশী দেশ থেকে অনুপ্রবেশকারীরা, বিশেষ করে রোহিঙ্গারা দেশের বিভিন্ন রাজ্য ও পশ্চিমবঙ্গে ঢুকছে। এর ফলে রাজ্যের নানান আইন-শৃঙ্খলার অবনতি ঘটছে বলেই হাইকোর্টে আর্জি করেন তারা। বেশ কিছু রাজ্যে যে হারে রোহিঙ্গা অনুপ্রবেশের সংখ্যা বেড়ে চলেছে তাতে মহিলা ও শিশুদের সুরক্ষা ও সমাজের সামগ্রিক স্থিত অবস্থার ওপর প্রভাব পড়েছে। মূলত এই সব কারণকেই সামনে রেখে পশ্চিমবাংলায় দ্রুত NRC চালুর আর্জি জানিয়েছেন মামলাকারী। বিভিন্ন পর্যবেক্ষকরা এই বিষয়টি নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হতে পারে বলে দাবি জানিয়েছেন।
আর কয়েক মাস পরেই লোকসভা নির্বাচন। তার আগে ফের একবার তৃণমূল (TMC) সুপ্রিমোর তুমুল NRC বিরোধিতা। ফের একবার NRC ইস্যুতে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে তীব্র বিষোদগার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রীর কথায়, “প্রয়োজনে রক্ত দেব, বাংলায় NRC চালু করতে দেব না।” জেলা সফরে মুখ্যমন্ত্রী, মঙ্গলবার উত্তর দিনাজপুরে, চোপড়া, ইসলামপুরে জনসংযোগ যাত্রা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চোপড়ায় এই পদযাত্রায় এলাকার অসংখ্য বাসিন্দা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই রাস্তা নেমে আসেন। স্বতঃস্ফূর্তভাবে তাঁদের সঙ্গে কথা বলতে দেখা যায় তৃণমূল সুপ্রিমোকে।
এরপর রায়গঞ্জের সভামঞ্চে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই দেখা গিয়েছে তৃণমূলের বর্ষীয়ান বিদ্রোহী-বিধায়ক আবদুল করিম চৌধুীরকেও । তাঁকে এদিন সিনিয়র লিডার বলে উল্লেখ করতে দেখা যায় তৃণমূলনেত্রীকে।
সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে এদিন আরও একবার মুখ্যমন্ত্রীর নিশানায় কেন্দ্রীয় সরকার। এদিন ফের একবার এনআরসি ইস্যুতে মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন বলেন, “আবার বলছে NRC করবে, একতন্ত্র চলবে। বর্ডার এলাকায় BSF কার্ড নিতে বলছে। ওই কার্ড নেবেন না। নাগরিক না হলে কীভাবে রেশন পান? ওরা মিথ্যা বলছে। বাংলায় NRC চালু করতে দেব না। আগেও দিইনি, এখনও দেব না। প্রয়োজনে রক্ত দেব।”
বর্ষাকাল হল রোগের আঁতুড়ঘর। এই সময় রোগ সংক্রমণের ঝুঁকি একটু বেশিই থাকে। স্যাঁতশেতে ভাব এবং…
প্রত্যেক বছরের ন্যায় এ বছরও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রত্যেকটি পুজো কমিটিকে অনুদান দেওয়ার…
রেসলিং দুনিয়ায় সব থেকে বড় তারকাদের মধ্যে একজন হলেন টেরি বোলিয়া, যিনি হাল্ক হোগান নামে…
Vivo X200 FE Price in India and Specifications:Vivo X200 FE 5G Price in India is…
IND vs ENG 4th Test: ভারতীয় দল ইংল্যান্ড সফরে যাওয়ার আগেই জানিয়েছে যে পুরো সিরিজ…
Iphone 16 vs Vivo X200 FE 5G: Vivo X200 FE 5G স্মার্টফোনটি ভারতের বাজারে আসার…