স্বাস্থ্য ও সৌন্দর্য

বাড়ির ছাদে অথবা উঠোনে ড্রাগন ফল চাষ করুন।জেনে নিন কিভাবে চাষ করবেন।

ড্রাগন ফল মূলত আমেরিকার বিখ্যাত একটি ফল বর্তমানে যা আমাদের দেশেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।এটি একটি কাটা জাতীয় গাছ যার কোন পাতা নেই। ড্রাগন ফলের গাছ সাধারণত ২ থেকে ৩ মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। আপনি চাইলেই ড্রামে, বাগানে, কিংবা বাড়ির ছাদে খুব সহজেই ড্রাগন ফল চাষ করে শখ পূরণ ও পুষ্টি আহরণ দুটোই করতে পারেন।
চাষের পদ্ধতি নিচে বিস্তারিত আলোচনা করা হলো…

১. ড্রাগন ফল চাষের উপযুক্ত সময়

ড্রাগন ফল সাধারণত সারা বছরই চাষ করা যায়। এটি মূলত শক্ত প্রজাতির গাছ হওয়ায় প্রায় সব ঋতুতেই চারা রোপণ করা যায়। তবে ভালো ফলন পেতে গেলে আপনাকে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে চারা রোপন করতে হবে। এতে ড্রাগন ফলের ফলন খুবই ভালো হবে।

Dragon Fruit

২. ছাদে চাষের জন্য উপযোগী পাত্র

আপনার ছাদেই মাটির টবে বা ড্রামে ড্রাগন ফল চাষ করতে পারেন। তবে সব থেকে ভালো হয় যদি আপনি ২৫ থেকে ৩০ ইঞ্চি আকারের ড্রাম ব্যবহার করেন। কারণ এই আকারের ড্রামে চারা গাছ ভালোভাবে শিকড় ছড়াতে পারবে এবং তাতে ফলন আশানুরূপ অনেক ভালোই হবে।

Dragon Fruit

৩. চাষের জন্য কেমন মাটির প্রয়োজন

এরপর পরিমাণ মতো গোবর, ৫০ গ্রাম টি এস পি সার ও ৫০ গ্রাম পটাশ সার সংগৃহীত করা মাটির সাথে ভালো হবে মিশিয়ে নিতে হবে। এরপর মাটি টি পরিমাণ মত জল দিয়ে ভিজিয়ে নিয়ে ড্রামের মধ্যে ১০ থেকে ১৫ দিন রেখে দিতে হবে। তারপর মাটিগুলো ঝুরঝুরে করে আরো ৩ থেকে ৫ দিন রেখে দিতে হবে। ড্রামের মাটি কিছুটা শুষ্ক হয়ে ওঠার পরই আপনি ড্রাগন ফলের চারা রোপন করতে পারবেন।

৪. সেচ এবং পরিচর্যা

ড্রাগন গাছের সঠিক পরিচর্যা টাই প্রধান কাজ। সঠিক পরিচর্যা না করলে ফলন কখনোই ভালো হবে না। যদিও ড্রাগন গাছে তেমন একটা রোগের আক্রমণ হয় না তবুও নিয়মিত যত্ন নিতে হবে। চারা লাগানো ড্রাম টি সবসময়ই রোদ যুক্ত স্থানে রাখতে হবে। যেহেতু এটি ক্যাকটাস জাতীয় গাছ তাই খুব বেশি জল দেওয়ার প্রয়োজন হবে না ।চারায় জল দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে যেন চারা গাছের গোড়ায় জল না জমে। ড্রামের বাড়তি জল সহজেই বের করার জন্য ড্রামের নিচের দিকে ৫ থেকে ৬ টি ছোটো ছোটো ছিদ্র করে দিতে হবে। ড্রাগন গাছের ডালপালা লতার মতো হওয়ায় বৃদ্ধির সাথে সাথেই খুঁটি বা শক্ত লাঠির সাথে বেঁধে দিতে হবে যাতে গাছটি সহজেই নুইয়ে না পড়ে।

Dragon Fruit

৫. ড্রাগন ফল সংগ্রহ

চারা রোপনের ১ বছর থেকে ১৫ মাস পরেই ফল সংগ্রহ করা যায়। গাছে ফুল ফোটার প্রায় ৪০ থেকে ৪৫ দিনের মধ্যেই ড্রাগন ফল খাওয়ার উপযুক্ত হয়ে ওঠে।

Dragon Fruit

৬. ড্রাগন ফলের উপকারিতা

এই ফলে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় আমাদের হজম প্রক্রিয়া উন্নত হয় এবং এই ফলে ক্যালসিয়াম ও ফসফরাস থাকায় আমাদের হাড়কে শক্তিশালী করে তোলে। এছাড়াও এই ফল প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় আমাদের ত্বক কে ফ্রি র‍্যাডিক্যাল এর ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে এবং বার্ধক্যের লক্ষণ কমায়। কিছু গবেষণায় দেখা গেছে ড্রাগন ফল রোগীদের রক্তে শর্করার মাত্রা নিমন্ত্রণ করতে সাহায্য করে, এছাড়াও হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।

ড্রাগন ফল চাষের প্রক্রিয়াটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন।

Expert Author

Recent Posts

এই বর্ষায় ইনফেকশন-এলার্জি-সর্দি বা হাঁচির সমস্যায় ভুগছেন? কি কি করলে উপকার পাবেন? উপায় গুলো জেনে নিন…

বর্ষাকাল হল রোগের আঁতুড়ঘর। এই সময় রোগ সংক্রমণের ঝুঁকি একটু বেশিই থাকে। স্যাঁতশেতে ভাব এবং…

2 hours ago

অনুদান বেড়ে হল এবার সোজা ১ লক্ষ ১০ হাজার। রাজ্যের প্রত্যেকটা ক্লাবকে ১ লক্ষ ১০ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দিলেন মমতা।

প্রত্যেক বছরের ন্যায় এ বছরও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রত্যেকটি পুজো কমিটিকে অনুদান দেওয়ার…

18 hours ago

পশ্চিমবঙ্গে ফের NRC আতঙ্ক ! কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?

বাংলায় রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে! বাংলায় অনুপ্রবেশ বন্ধে এনআরসি বাস্তবায়নের জন্য একটি মামলা…

4 days ago

Hulk Hogan Death : বিখ্যাত WWE কুস্তিগীর হাল্ক হোগানের মৃত্যু, একটা যুগের অবসান।

রেসলিং দুনিয়ায় সব থেকে বড় তারকাদের মধ্যে একজন হলেন টেরি বোলিয়া, যিনি হাল্ক হোগান নামে…

1 week ago

Vivo X200 FE Price in India and Specifications: How You Can Buy It at Rs. 47000 ? See details…

Vivo X200 FE Price in India and Specifications:Vivo X200 FE 5G Price in India is…

2 weeks ago

IND vs ENG 4th Test, Will Bumrah Play? চতুর্থ টেস্টে খেলবেন না বুমরাহ ? সবথেকে বড় আপডেট

IND vs ENG 4th Test: ভারতীয় দল ইংল্যান্ড সফরে যাওয়ার আগেই জানিয়েছে যে পুরো সিরিজ…

2 weeks ago