দেশের খবর

40 Schools Received Bomb Threats in Bengaluru: বেঙ্গালুরুর চল্লিশটা স্কুলকে বোম দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি আসলো ! তড়িঘড়ি অ্যাকশনে নামলো বোম ডিটেকশন এন্ড ডিসপোজাল স্কোয়াড ।

আজ তথা শুক্রবার সকাল সকাল গোটা বেঙ্গালুরু শহরজুড়ে আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে একপ্রকার বোমা হুমকির খবর পেয়ে। সকালে বেঙ্গালুরু শহরের প্রায় ৪০ টি স্কুলে বোমা হামলার হুমকি মুলক ইমেইল আসে। হুমকি মূলক বার্তাগুলি একজন দুষ্কৃতী ‘roadkill333@atomicmail.io’ ইমেইল আইডি ব্যবহার করে পাঠায় এবং ইমেইলের মাধ্যমে সে এটাও জানায় যে বোমা বিস্ফোরণ ঘটানোর মাধ্যমে স্কুলের কাউকে সে বাঁচিয়ে রাখবে না, সমগ্র বাচ্চাদের সে মেরে ফেলবে এবং বাচ্চাদের মৃত্যুর পর সেও তার জীবন শেষ করে দেবে।

শুক্রবার সকালে কর্ণাটকের বেঙ্গালুরুতে ৪০টিরও বেশি বেসরকারি স্কুল ইমেলের মাধ্যমে বোমা হামলার হুমকি বার্তা পেয়েছে, কর্মকর্তারা জানিয়েছেন।

বেঙ্গালুরুতে রাজরাজেশ্বরী নগর এবং কেঙ্গেরি সহ বেশ কয়েকটি এলাকার স্কুলগুলিকে ‘roadkill333@atomicmail.io’ এই নামের ইমেল বার্তার মাধ্যমে হুমকি দেওয়া হয়েছে, যেখানে লেখা ছিল যে স্কুলের মধ্যে কালো প্যাকেটে বোমা লুকিয়ে রাখা হয়েছে এবং সেগুলি সময়মতো বিস্ফোরণ ঘটানো হবে।

ইমেইলে ঠিক যা লেখা হয়েছিল ?

দুষ্কৃতি ইমেল এর মাধ্যমে যে হুমকি মূলক বার্তাটা পাঠিয়েছে তা হল…

“আমি তোমাদের সবাইকে এই পৃথিবী থেকে মুছে ফেলব। কেউ জীবিত বের হতে পারবে না। যখন বাবা-মা স্কুলে আসবেন এবং তাদের সন্তানদের বরফের মতো বিকৃত দেহ দেখতে পাবেন, তখন আমি খবরটি দেখে আনন্দে হেসে উঠব। তোমাদের সকলের কষ্ট পাওয়া উচিত। আমি সত্যিই আমার জীবনকে ঘৃণা করি। খবরটি প্রকাশিত হলে আমি আত্মহত্যা করব। আমি আমার কব্জি এবং গলা কেটে ফেলব। আমি কখনও কোনও প্রকৃত সহায়তা পাইনি। মনোবিজ্ঞানী এবং মনোরোগ বিশেষজ্ঞ, কেউ কখনও চিন্তা করেনি এবং কেউ কখনও করবে না। অজ্ঞ এবং অসহায় মানুষের চিকিৎসা করাই তাদের কাছে একমাত্র গুরুত্বপূর্ণ বিষয়। মনোরোগ বিশেষজ্ঞরা কখনোই সতর্ক করে না যে এই ওষুধগুলি ওজন বৃদ্ধি করে অথবা অঙ্গ-প্রত্যঙ্গের ক্ষতি করে। তারা মানুষদের এই বিশ্বাসে প্রতারিত করে যে মানসিক স্বাস্থ্যের ওষুধগুলি তাদের উপকার করতে পারে। তবে, তা করে না আর আমিই হচ্ছি তার জীবন্ত প্রমাণ। আমার মত আপনারা সকলেই কষ্ট পাওয়ার যোগ্য এবং আপনাদের এটি প্রাপ্য”।

Threatening mail Recieved From The Antisocial

ভারতী পাবলিক স্কুল , হামদর্দ পাবলিক স্কুল , সেন্ট জেভিয়ার্স সিনিয়র সেকেন্ডারি , উত্তর দিল্লি পাবলিক স্কুল , নতুন দিল্লি পাবলিক স্কুল , এবং মীরা নার্সারি স্কুল সহ আরো ৩০ টি স্কুলকে উদ্দেশ্য করে হুমকি মুলক বার্তাটি পাঠানো হয়েছে।

গত সপ্তাহে, দিল্লির সেন্ট থমাস, বসন্ত ভ্যালি এবং মাদার্স ইন্টারন্যাশনাল সহ প্রায় ২৮টি স্কুল অনুরূপ ইমেল পেয়েছে বলে জানা গেছে, যা প্রায়শই ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) বা ডার্ক ওয়েবের মাধ্যমে তাদের উৎস গোপন করার জন্য পাঠানো হয়। একইভাবে, ২০২৩ সালের ডিসেম্বরে, বেঙ্গালুরু এবং তার আশেপাশের প্রায় ৭০টি স্কুল বোমা হুমকির ভুয়া ইমেল পেয়েছিল, যা স্কুল এবং পুলিশ কর্তৃপক্ষকে অস্থির করে তুলেছিল।

গত তিন বছরে, কর্ণাটকে বোমা হুমকির ১৬৯টি ভুয়া মামলা নথিভুক্ত করা হয়েছে, যার মধ্যে ১৩৩টি বেঙ্গালুরু শহরে হোটেল, রেস্তোরাঁ, স্কুল এবং কলেজগুলিতে বোমা হুমকির ভুয়া মামলার জন্য নথিভুক্ত করা হয়েছে। কর্ণাটক স্বরাষ্ট্র বিভাগের তথ্য অনুসারে, গত তিন বছরে এই ধরণের ঘটনার জন্য বেঙ্গালুরুতে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে এই ঘটনা প্রশাসনকে জানানোর পরে পুলিশ প্রশাসন তড়িঘড়ি করে তাদের পুলিশ ফোর্সকে মাঠে নামিয়েছে এবং পাশাপাশি বোম্ব ডিটেকশন এন্ড ডিসপোজাল স্কোয়াড কেও অ্যাকশনে নামানো হয়েছে এবং এর পাশাপাশি তদন্ত চালানো হচ্ছে- যে ইমেইল থেকে এই ইমেইল টা পাঠানো হয়েছে সেটার উৎস কি এবং যে পাঠিয়েছে তার আসল পরিচয় খোঁজার চেষ্টা চলছে ।

এই ঘটনার প্রতিক্রিয়ায় ব্যাঙ্গালোরের হোম মিনিস্টার জি. পরমেশ্বরা বলেছেন, “অতীতেও এই ধরনের বোম থ্রেট কল এবং ইমেইল অনেকবারই এসেছে এবং এবারও তার ব্যতিক্রম নয়। আমরা জিনিসটা সত্যতা যাচাই করছি এবং যথেষ্ট অ্যাকটিভলি জিনিসটাকে ভেরিফাই করছি এবং একশন নেওয়ার চেষ্টা করছি।”

Expert Author

Recent Posts

এই বর্ষায় ইনফেকশন-এলার্জি-সর্দি বা হাঁচির সমস্যায় ভুগছেন? কি কি করলে উপকার পাবেন? উপায় গুলো জেনে নিন…

বর্ষাকাল হল রোগের আঁতুড়ঘর। এই সময় রোগ সংক্রমণের ঝুঁকি একটু বেশিই থাকে। স্যাঁতশেতে ভাব এবং…

2 hours ago

অনুদান বেড়ে হল এবার সোজা ১ লক্ষ ১০ হাজার। রাজ্যের প্রত্যেকটা ক্লাবকে ১ লক্ষ ১০ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দিলেন মমতা।

প্রত্যেক বছরের ন্যায় এ বছরও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রত্যেকটি পুজো কমিটিকে অনুদান দেওয়ার…

19 hours ago

পশ্চিমবঙ্গে ফের NRC আতঙ্ক ! কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?

বাংলায় রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে! বাংলায় অনুপ্রবেশ বন্ধে এনআরসি বাস্তবায়নের জন্য একটি মামলা…

4 days ago

Hulk Hogan Death : বিখ্যাত WWE কুস্তিগীর হাল্ক হোগানের মৃত্যু, একটা যুগের অবসান।

রেসলিং দুনিয়ায় সব থেকে বড় তারকাদের মধ্যে একজন হলেন টেরি বোলিয়া, যিনি হাল্ক হোগান নামে…

1 week ago

Vivo X200 FE Price in India and Specifications: How You Can Buy It at Rs. 47000 ? See details…

Vivo X200 FE Price in India and Specifications:Vivo X200 FE 5G Price in India is…

2 weeks ago

IND vs ENG 4th Test, Will Bumrah Play? চতুর্থ টেস্টে খেলবেন না বুমরাহ ? সবথেকে বড় আপডেট

IND vs ENG 4th Test: ভারতীয় দল ইংল্যান্ড সফরে যাওয়ার আগেই জানিয়েছে যে পুরো সিরিজ…

2 weeks ago