কমিউটার বাইকে কি আপনি বেশি মাইলেজ পেতে চান? তাহলে TVS এর RAIDER আপনার জন্য হতে পারে সব থেকে ভালো বিকল্প। এই বাইক কিনতে আপনার কত টাকা খরচ হবে দেখে নিন…
বর্তমানে ভারতীয় বাজারে টিভিএস কোম্পানির প্রত্যেকটি টু হুইলারের বিপুল চাহিদা। TVS RAIDER বাইকটি বর্তমানে স্টাইলিশ বাইকগুলোর মধ্যে একটি। অত্যাধুনিক ডিজাইন এবং আধুনিক বৈশিষ্ট্যযুক্ত এই বাইক তরুণ সমাজে এক বিরাট সাড়া ফেলেছে। তরুণদের মধ্যে একটি স্পোর্টস বাইক হিসেবে এই বাইকের আলাদা পরিচিতি রয়েছে। এই কারণেই স্বল্প মূল্য এবং দুর্দান্ত মাইলেজের TVS RAIDER বিপুল পরিমাণে বিক্রি হচ্ছে। আসুন, দাম থেকে শুরু করে এই বাইকের বৈশিষ্ট্য ও মাইলেজ সবকিছু জেনে নেওয়া যাক।
TVS RAIDER -এর দাম সম্পর্কে বলতে গেলে, এটি ৮৮ হাজার টাকা থেকে শুরু এবং ১ লক্ষ ২ হাজার টাকা পর্যন্ত এর দাম। TVS RAIDER এর এই বাইকটি অনেক ভেরিয়েন্টের হওয়ার জন্য দাম বিভিন্ন রকম। এই ভেরিয়েন্ট গুলিতে এস এক্স, এসএসসি, স্প্লিট সিট এবং সিঙ্গেল সিট এই সবগুলো অন্তর্ভুক্ত রয়েছে।
TVS RAIDER ১২৫ একটি ১২৪.৮ সি সি, সিঙ্গেল সিলিন্ডার এবং এয়ার ওয়েল কুল ইঞ্জিন নিয়ে এসেছে। এই ইঞ্জিনটি ১১.৩৮ বিএস পাওয়ার এবং ১১.২ এনএম টর্ক উৎপন্ন করে। এর সাথে এই বাইকে ৫-স্পিড ট্রান্সমিশন রয়েছে। বাইকটি মাত্র ৬ সেকেন্ডে ০-৬০ কিমি/ঘন্টা গতিতে পৌঁছাতে পারে। এই বাইকে মাইলেজ সম্পর্কে বলতে গেলে, কোম্পানির মতে এই যে রাইডার ১২৫ বাইকটি ৬০ থেকে ৬৫ কিমি/লিটার মাইলেজ দেয়। এর কুইল ট্যাংক ১০ লিটার।
TVS RAIDER বাইকটির পেট্রোল ট্যাংকটি পূরণ করে প্রায় ৬৫০ কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করা যেতে পারে। বাইকটিতে ৫ ইঞ্চি TFT ডিসপ্লে রয়েছে। এছাড়াও উন্নত মানের LED হেডলাইট, USB চার্জার এবং স্মার্ট সংযোগের মত বৈশিষ্ট্য গুলি পাওয়া যায়। এই বাইকের ব্রেকিং এর জন্য ডিস্ক এবং ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে, এবং সেগুলো চারটি ভিন্ন রঙের। এই বাইকটির ওজন প্রায় ১২৫ কেজি। এটি অল্পবয়স্ক এবং বয়স্ক উভয়ই রাইডাদের জন্য একটা ভালো অপশন। তবে ভালো মাইলেজের দিক থেকে দেখতে গেলে ভারতে আরো অনেক ভালো কোম্পানির বাইক রয়েছে। যার মধ্যে হিরো স্প্লেন্ডার প্লাস, গ্ল্যামার এছাড়াও হোন্ডা শাইন খুব ভালো মাইলেজ দেয়। ইঞ্জিনের দিক থেকে দেখতে গেলেও এদের মধ্যে কোনটাই কম যায় না। হিরো এবং হোন্ডা দুটো কোম্পানি বরাবরই ভালো ইঞ্জিনের জন্য জনপ্রিয়।
বর্ষাকাল হল রোগের আঁতুড়ঘর। এই সময় রোগ সংক্রমণের ঝুঁকি একটু বেশিই থাকে। স্যাঁতশেতে ভাব এবং…
প্রত্যেক বছরের ন্যায় এ বছরও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রত্যেকটি পুজো কমিটিকে অনুদান দেওয়ার…
বাংলায় রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে! বাংলায় অনুপ্রবেশ বন্ধে এনআরসি বাস্তবায়নের জন্য একটি মামলা…
রেসলিং দুনিয়ায় সব থেকে বড় তারকাদের মধ্যে একজন হলেন টেরি বোলিয়া, যিনি হাল্ক হোগান নামে…
Vivo X200 FE Price in India and Specifications:Vivo X200 FE 5G Price in India is…
IND vs ENG 4th Test: ভারতীয় দল ইংল্যান্ড সফরে যাওয়ার আগেই জানিয়েছে যে পুরো সিরিজ…